ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে সিইউজের স্মারকলিপি

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে বাঁশখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম জাকারিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।

সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ না দেয়ার প্রতিবাদ করায় সিইউজে’র সদস্য ফারুক আবদুল্লাহ প্রভাবশালী একটি মহলের রোষানলে পড়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গত ১ আগস্ট মোরশেদুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের বাঁশখালী থানায় তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি (বাঁশখালী থানার মামলা নম্বর: ০১(০৮)২০২০) দায়ের করেন। স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর মৌখিক নির্দেশে এ মামলা করেছেন বলে মামলার এজহারে বাদী উল্লেখ করেন।

বর্তমানে ফারুক আবদুল্লাহসহ তাঁর পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকির মুখে রাখা হয়েছে। একজন পেশাদার সাংবাদিককে এ হয়রানি থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সদস্য রায়হান উদ্দিন, মো. শফিকুল ইসলাম খান, মীর রাতুল হাসান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.