চলছেনা মধ্যবিত্তের পরিবার

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামের মুরাদপুরে একটি বহুজাতিক কোম্পানীর শো-রুমে চাকরী করতেন ইসমাইল হোসেন। এপ্রিল থেকে আগষ্ট ৫ মাসের মধ্যে ২ মাসের বেতন দিয়ে চাকরী থেকে কোম্পানী তাকে ছাঁটাই করেছেন। বাড়ীভাড়া, অসুস্থ স্ত্রীর ওষুধপত্র ও সংসারের অন্যান্য খরচ আগের মতোই চললেও টাকা খরচ করতে গিয়ে জমিয়ে রাখা ক্ষুদ্র সঞ্চয়ও শেষ হয়ে গেছে।

উপায় না দেখে আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে তিনি বেশকিছু টাকা ধার নিয়েছেন। শুধু ইসমাইল নয় লাখ লাখ নিম্ন মধ্যবিত্ত মানুষ ধার দেনার জন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে সুদি মহাজন থেকেও সুদে টাকা নিয়েই চলছে সংসার। সুদের কারবারীরাও ঋনের সুদ কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন।এটা যেন নিম্ন-মধ্যবিত্তের কাছে “গোদের উপর বিষফোঁড়া” হয়ে দাঁড়িয়েছে।

অভিজ্ঞ মহল মনে করেন, সহসা এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান না হলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ব্যাক্তিগত ধারদেনার পরিমান আরও বাড়বে। এতে সামাজিক অস্থিরতা দেখা দেওয়ার আশংকা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.