প্রদীপের পক্ষে আইনী লড়াইয়ের অর্থ দিচ্ছে কারা

0

গোলাম সারোয়ারঃ সাবেক ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে আইনী সহায়তা দিতে গত ২৭ আগষ্ট একজন ব্যারিস্টারের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ৫ জন আইনজীবি ও ২ জন সহকারী কক্সাবাজার যান।

মহামান্য আদালত প্রদীপ দাশকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আইনজীবিগণ চট্টগ্রাম ফিরে এসেছেন। ২৭ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৬দিন ৭ জন আইনজীবি কক্সবাজারের কলাতলি এলাকার একটি বিলাশ বহুল হোটেলে ছিলেন।

জানা গেছে, ঢাকার একজন ব্যারিস্টারসহ চট্টগ্রামের ৫ জন আইনজীবি কক্সবাজারে থাকা খাওয়া, আইনী লড়াই করাসহ নান বিষয়ে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। প্রদীপের স্ত্রী চুমকীসহ ৮ জনের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য ফ্রিজ (স্থগিত) করা হয়েছে।

এখন ব্যাপকভাবে একটি প্রশ্ন চাউর হচ্ছে ব্যাংক হিসাব ফ্রিজ করার পরও প্রদীপের পক্ষে আইনী লড়াইয়ের নেপথ্যে টাকার জোগান দিচ্ছে কারা। এই বিষয়ে গোয়েন্দা সংস্থা ও দুদক তদন্ত করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.