আগ্রাবাদ একসেস রোডে বাজার ও গ্যারেজ

0

গোলাম সরওয়ারঃ চট্টগ্রাম মহানগরীর একসেস রোডের টিএন্ডটি মোড় থেকে বড়পোল পর্যন্ত রাস্তায় গ্যারেজ, বাজার, গাড়ী মেরামত, ইট, বালি, সিমেন্ট, কংক্রিট বিক্রি, ভ্যানগাড়ীর ষ্ট্যান্ডে পরিনত হয়েছে। এছাড়া পুলিশ লাইনের পাশেও অবৈধ বাস স্ট্যান্ড গড়ে উঠেছে।

টিএন্ডটি কলোনীর মুখে দীর্ঘ এক মাইল ও বেপারী পাড়ায় কাঁচা বাজার প্রতিদিন বসছে। ক্ষমতাসীনদলের নেতাদের চামচারা প্রতিদিন বাজার থেকে চাঁদা সংগ্রহ করে।

এছাড়া পুলিশের টহলপার্টি বাজার ও অবৈধ দোকানগুলো থেকে চাঁদা সংগ্রহ করে প্রতিদিন। এতে করে একসেস রোডে প্রতিদিন দূর্ঘটনা ঘটছে। লেগে থাকে যানজট।

ছোটপুল অবৈধ কাঁচাবাজার থেকে রাশেদ, রাজীব ও মানিক চাঁদার টাকা সংগ্রহ করে। বেপারী পাড়ার বাজারের ক্যাশিয়ার হলো জুইন্যা। এই চাঁদার ভাগ পান পুলিশ ও স্থানীয় প্রভাবশালীচক্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.