শেখ আরেফ বিল্লাহ সুলতানপুরীর ওরশ-এ মোকাদ্দাস অনুষ্ঠিত

0

সিটি নিউজ ডেস্ক : পটিয়া হাইদগাঁও মুজিবনগরে আন্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রিয় নির্বাহি পরিষদের উদ্যোগে বাইতুজ জাকেরীন সাতগাছিয়া দরবার শরীফে মহান ২২শে ভাদ্র রবিবার (৬ই সেপ্টেম্বর) মহান মুনিব সুলতানপুরী আধ্যাত্মিক জগতের সূফি সম্রাট আউলাদে রাসূল(দঃ) মুর্শিদে কামেল,তাজুল আরেফীন, সুলতানুল কামেলিন শাহেন শাহে বেলায়ত মুরর্শিদে বরহ্বক হুজুর গাউছে জমান হযরত আলহাজ্ব শাহসূফি মাওলানা শেখ সৈয়্যদ আরেফ বিল্লাহ সুলতানপুরী(কঃ)এর পবিত্র ১৫তম ওরশ-এ মোকাদ্দাস অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ওরশ-এ মোকাদ্দাস উপলক্ষ্যে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী(দঃ)বাইতুজ্জাকেরীন শাহী ময়দান মহাসমারোহে ছদারত ও আখেরী মোনাজাত করেন তাঁহার যোগ্য উত্তরসুরী মনোনীত বড় ছাহেবজাদা সাত গাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীনঃ আউলাদে রাসূল(দঃ) পীরে তরিক্বত মুরর্শিদে বরহক্ব তাজুল আশেক্বীন, হুজুর গাউছে দাওরান হযরত আলহাজ্ব শাহসূফি মাওলানা শেখ সৈয়্যদ ফরমান উল্লাহ্ সুলতানপুরী(মঃজিঃআঃ)।

“শাহেন শাহ আরেফ বিল্লাহ্ সুলতানপুরী(কঃ)এর জীবনী ও কেরামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ত্বকরির করেছেন “বাবাজান কেবলার একমাত্র ছাহেবজাদা নায়েবে সাজ্জাদানশীনঃ পীরে তরিক্বত হযরত আলহাজ্ব শাহসূফি মাওলানা মুফতি শেখ সৈয়্যদ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী(মঃজিঃআঃ)।

প্রধান আলোচক হিসেবে ত্বকরির করেছেন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত শাহসূফি মাওলানা সৈয়্যদ আহমদুল হক্ব মাইজভান্ডারী(মঃজিঃআঃ),বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মুহাম্মদ ফারুক আল-কাদেরী(মঃজিঃআঃ)।

আন্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্রগ্রাম দক্ষিনজেলা সাধারণ-সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ফারুক আল কাদেরী ছাহেবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হাইদগাঁও মোজাহেরুল ইসলাম সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু ছালেহ্ আল-কাদেরী(মঃজিঃআঃ)।

বাদ এশা হতে মেহফিলে সেমা রাত ১২ টা ১মিনিটে সালাতুত তাহাজ্জুদ ও সারারাত ব্যাপি মিলাদ মেহফিল করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য আখেরী মুনাজাতে দোয়া ও পরে তবারুক বিতরণ করা হয়।

আন্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী (কেন্দ্রিয় নির্বাহি পরিষদ) আয়োজনে ও সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ সহযোগিতায় ওরশ-এ মোকাদ্দাস সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.