শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত মেনে সফরে আগ্রহী নয় বাংলাদেশ

0

স্পোর্টেস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোয়ারেন্টাইন কড়াকড়িতে শ্রীলঙ্কা সফরে আগ্রহী নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কা সরকারের নির্দেশনা, অনুশীলন ছাড়াই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে সফরকারী দলকে। বিসিবি সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইনে রাজি। এ জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন প্রস্তাবে না করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কান সরকারের সাফ কথা, দ্বীপরাষ্ট্রে অবতরণের পরপরই হোটেলেবন্দি থাকতে হবে ক্রিকেটারদের। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন হবে। এ সময়ে পরপর তিনবার করোনা টেস্টের ফল নেগেটিভ হলে মাঠে নামার অনুমতি পাবেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব শনিবার (১২ সেপ্টেম্বর) বিসিবিকে পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা সফর নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বৈঠকে বসেছিলেন টিম ম্যানেজমেন্ট ও বিসিবির শীর্ষ পরিচালকরা। আচমকা সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে নাজমুল হাসান বলেন, ‘যে টার্মস অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল। এরকম নিয়ম-কানুনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই সম্ভব না। এ তথ্য ওদের জানিয়ে দেব।’

‘আমরা যা ভেবেছিলাম তা ধারের কাছেও নেই। আবার অন্যান্য দেশে যেগুলো চলছে সেগুলোর ধারের কাছেও নেই। অন্যান্য দেশে সাত দিনের কোয়ারেন্টাইনের মধ্যে জিম, ট্রেনিং শুরু করতে পারে। ওদের প্রস্তাবে যেটা দেখলাম ১৪ দিন হোটেলের রুমের থেকেই বের হতে পারবে না। খাওয়ার জন্য বের হতে পারবে না।’

ওরা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা ছেলে খেলা না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা যায় না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.