ক্রিকেট খেলে ভাইরাল হওয়া সেই মাকে সম্মান জানালেন মুশফিক

0

সিটি নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার ছবি ভাইরাল হওয়ার পর দৃষ্টি কাড়ে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে বনানী মাঠে তাদের আমন্ত্রণ জানান টাইগার তারকা।

১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শেখ ইয়ামিন সিনানকে উপহার হিসেবে মুশফিক দেন নিজের ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ দলের রঙিন জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট।

নেটে ছোট্ট ইয়ামিনকে তার মা ঝর্না আক্তারের বোলিং করার দৃশ্য দেখে অবাক হয়েছিলেন পল্টন মাঠে উপস্থিত সকলে। স্পোর্টস ফটোগ্রাফাররা সেটি ক্যামেরাবন্দী করার পর মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে।

ছেলে আরামবাগ আল কারিম ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সেখানে খেলাধুলার ব্যবস্থা না থাকায় সিনানকে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছেন ঝর্ণা। গেল ১১ সেপ্টেম্বর ছেলের সঙ্গীরা আসতে দেরি করায় নিজেই ব্যাট-বল নিয়ে খেলতে শুরু করেন ছেলের সঙ্গে। খেলার প্রতি বিশেষ আগ্রহ আছে মায়েরও। কারণ তিনি নিজেই জেলা পর্যায়ে পুরস্কার জয়ী অ্যাথলেট ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.