মারা গেলেন বিল গেটসের বাবা

0

সিটি নিউজ ডেস্ক : বিল গেটসের বাবার মৃত্যু। সোমবার (১৪ সেপ্টেম্বর) ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন দ্বিতীয় উইলিয়ামস হেনরি গেটস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাবার মৃত্যুর খবর জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার অফিসিয়াল ব্লগে তিনি লিখেছেন, ‘এতগুলো বছর ধরে আমাদের জীবনে এই চমৎকার মানুষটির সাহচর্য পাওয়া দারুণ সৌভাগ্যের।

গেটস সিনিয়র ছিলেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা এবং সিয়াটল ল ফার্মের প্রতিষ্ঠাতা সদস্য। বিল গেটস বলেছেন, মাইক্রোসফট থেকে সরে আসার পর দাতব্য সংস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার বাবা। তাকে ছাড়া আজকের দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কল্পনা করা যায় না।

২০০০ সালে ফাউন্ডেশনটি চালুর পর সহসভাপতির দায়িত্বে ছিলেন উইলিয়াম গেটস। পারিবারিক সূত্রে তার মৃত্যুর কারণ জানা না গেলেও নিউইয়র্ক টাইমস বলছে, অ্যালঝেইমারে ভুগছিলেন তিনি। সিয়াটলের হুড ক্যানালে নিজ বাসায় মৃত্যু হয়েছে তার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.