গরীবের আলুসিদ্ধ ভাত-তাও এখন বেহাত

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ চট্টগ্রামে কাঁচা বাজারে প্রত্যেকটা তরকারীর দাম চড়া। কাঁচা মরিচ, শশাসহ নিত্য প্রয়োজনীয় শাক সব্জির চড়াদামে জনমনে নাভিশ্বাস ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

নগরীর কর্ণফুলী বাজারে গিয়ে দেখা গেছে, কাঁচামরিচ ৩শত টাকা কেজি, শশা ৮০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা, বরবটি ৮০ টাকা কেজি।

চৌমহনীর এক তরকারী দোকানী বললেন, পাবলিকের পাছায় বাঁশ দিয়ে মাছ তরকরীর দাম শুধু বাড়ছে। এর লাগাম ধরার জন্য যেন কোন কর্তৃপক্ষ নেই।

কাঁচা বাজারে চড়া মূল্যের সাধারণ মানুষ বিক্ষুব্ধ সরকারের উপর। বাজারের উপর যেন কোন নিয়ন্ত্রণ নেই সরকারের। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ পড়েছেন বেকায়দায়। যে আলু সিদ্ধ করে খেতেন সাধারণ খেটে খাওয়া তারা এখন আলূসিদ্ধও পাতে জুটাতে পারছেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.