ব্যক্তিস্বার্থ নয়,সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতে হবে-ফরিদ মাহমুদ

জালালাবাদ ওয়ার্ডে মতবিনিময় সভায অনুষ্ঠিত

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সমাজসেবক,রাজনীতিক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন,আওয়ামীলীগ উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ।ভাষা আন্দাোলন,ছয় দফা আন্দোলন,স্বাধীনতা সংগ্রাম এদেশে আওয়ামীলীগের নেতৃত্বে হয়েছে।বঙ্গবন্ধু ছিলেন এ সংগঠনের চালিকা শক্তি ।এই সংগঠনের রীতি-নীতি,আদর্শ আছে।সংগঠন করলে সংগঠনের সিদ্ধান্তের প্রতি আনুগত্য থাকতে হবে।সংগঠনের সিদ্ধান্ত নিজের মনের মতো না হলেও যারা মান্য করবে তাঁরাই প্রকৃত নেতাকর্মী।

ফরিদ মাহমুদ বলেন,আমাদেরকে ব্যক্তিস্বার্থ নয়,সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।নেতৃত্বের গুণাবলী থাকলে বয়সে ছোট হলেও আমাদের তরুণদের সমাজে কাজ করার সুযোগ করে দিতে হবে।সমালোচনা করা মানে বিরোধিতা করা নয়।অপরের মতকে গুরুত্ব দেওয়ার মানসিকতার নামই সহনশীলতা।সবাই আমার পক্ষে থাকবে এমন মানসিকতা সুচিন্তার পরিচায়ক নয়।

তিনি আরো বলেন, মসজিদের ঈমামের বিপক্ষে লোক থাকে।তাই বিরোধীতাকারীদের হৃদয় জয় করতে পারলেই আপনি জনতার সেবক হতে পারবেন।২নং জালালাবাদ ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলার প্রার্থী হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম এর সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ।

জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের সভাপতিত্বে এবং জাবেদ হোসেন ও কায়েস হাশেমী সুমনের যৌথ পরিচালনায় প্রধান আলোচক ছিলেন আওয়ামীলীগ মনোনীত চসিক ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম।

এ সময় মহানগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসেন দেলু,ওয়ার্ড আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক কাজী হুমায়ন আলম মুন্না,প্রচার সম্পাদক আবু সৈয়দ আজম,আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এস এম সোলেয়মান রুবেল,যুবনেতা কুতুবুল আবেদীন,আব্দুল কাদের সবুজ,জাবেদ হোসেন,মো সাহাবুদ্দিন,আব্দুল মালেক,ফারুকুল আজম,মোহাম্মদ হেলাল,শাহিন রেজা,তারেক হোসেন বাপ্পি,ছাত্রনেতা মিনহাজুল মো: হেলাল, আরিফুল হক,মো জুয়েল,আরমান হোসেন,কায়েস সোহেল,কাউসার হোসেন,এরশাদ উল্ল্যাহ, মো: বাদশা,সাইফুল ইসলাম,মহিম উদ্দিন,রাশেদুল আলম,রাসেল প্রমূখ।প্রধান বক্তা হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম বলেন,জালালাবাদ ওয়ার্ডের নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.