কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল চসিক

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির আউটার স্টেডিয়াম আশপাশ এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধভাবে দখল বুক করা নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

এ সময় ভিআইপি টাওয়ার, অ্যাপোলো শপিং সেন্টারসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও লালদীঘির পাড়সহ প্রায় ৩০টি দোকানের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়।

অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.