বাঁশখালী সদর আমীনহাটে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

0

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর সদর আমিন হাটে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি দোকান। এতে প্রায় ক্ষতি হয়েছে ৩ লক্ষ টাকা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিপাতের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সদর আমিন হাটের দোকানদারদের মধ্যে অনিল চন্দ্র, মো. রুবেল, নিতাই চন্দ্র, মো. খালেদ ও নূর আহমেদের ২টি মুদির দোকান, ১টি মুড়ির, ১টি আসবাবপত্র ও ১টি ধানের গুদাম পুড়ে গেছে। এতে ক্ষতি প্রায় ৩ লাখ টাকা। পুড়েছে ৫ মালিকের ৫টি কাঁচা দোকান। তাছাড়া প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ভোররাত ৩টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। প্রায় ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নির্বাপন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.