লিবিয়া থেকে বেঁচে যাওয়া ৯ জনসহ ফিরেছেন ১৬৪ বাংলাদেশি

0

সিটি নিউজ :  লিবিয়ার মিজদাহ শহরে হামলা থেকে বেঁচে যাওয়া ৯ অভিবাসীসহ ১৬৪ বাংলাদেশি স্বেচ্ছায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরে এসেছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৩০ সেপ্টেম্বর তাঁরা অবতরণ করেন বলে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

গত মে মাসে মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন, যাঁদের মধ্যে ২৬ বাংলাদেশিও ছিলেন।

দেশে আগত ফ্লাইটে ছিলেন ১০০ বিপদাপন্ন অভিবাসী, যাঁদের মধ্যে ৩৯ জন শারীরিকভাবে অসুস্থ। অভিবাসীদের তাৎক্ষণিক সহায়তার জন্য তাঁদের সঙ্গে ভ্রমণ করেন আইওএমের মেডিকেল সহায়তা প্রদানকারীরা। বাংলাদেশে আসার পর স্বাস্থ্যসেবা প্রদানকারী দল সেখানে উপস্থিত হন প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানের জন্য, যার মধ্যে ছিল সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে যাওয়া, অভিবাসীদের স্বাস্থ্যসেবার সমন্বয় করা, বিশেষায়িত সেবায় রেফারেল সহায়তা প্রদান এবং গুরুতর অসুস্থ অভিবাসীদের ফলোআপ সহায়তা প্রদান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.