বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান

0

সিটি নিউজ ডেস্ক :  বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নব নির্বাচিত চেয়ারম্যান হলেন মাওলানা মাহমুদুল হাসান।তিনি ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম (প্রধান পরিচালক) ও গুলশান আজাদ মসজিদের খতিব।

গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। ১৫ দিন পর নতুন চেয়ারম্যান পেলো বেফাক।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বোর্ডের সদস্যরা লিখিতভাবে মতামত প্রদান করেন। বেফাকের কর্মকর্তা মাওলানা মুসলেহ উদ্দিন রাজু গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেন, মজলিসে আমেলার সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মজলিসে আমেলার বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। লিখিত মতামতে মাওলানা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট। মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট।

বেফাকের সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেফাকের সদস্যরা লিখিত মতামত প্রদান করেন। বিকাল ৩টায় এ প্রতিবেদন লেখার সময় মতামত প্রদানের কার্যক্রমে বিরতি চলছে। পরবর্তীতে মহাসচিব পদের জন্য লিখিত মতামত পেশ করবেন বেফাকের সদস্যরা।

উল্লেখ্য, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান মজলিসে দাওয়াতুল হক নামে একটি আধ্যাত্মিক সংগঠনের আমির।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.