চট্টগ্রামে করোনা শনাক্ত নতুন আরো ৩৯ জন

0

সিটি নিউজঃ চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৫ জন।

আজ রবিবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৬ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলায় ২ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এরমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ২০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শেভরনimageল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ১ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হননি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.