জীবনের সাথে যুদ্ধ

0

জুবায়ের সিদ্দিকী : করোনা সংকটে দেশের সাধারন মানুষের আয় তীব্র গতিতে কমলেও জীবন যাপনের ব্যয় বেড়েছে। একদিকে গত কয়েকমাসে নিত্য প্রয়োজনীয় প্রধান পন্যগুলোর দাম উর্দ্ধমুখী। তার উপর চাল, ভোজ্যতেল, ডাল ও চিনির দাম বাড়ছে। খাদ্যবহির্ভুত পন্যে মুল্যস্ফীতিও আকঙ্কিক উচ্চলাফ দিয়েছে। সবব মিলিয়ে মধ্যম ও নিম্নআয়ের মানুষ এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদে সাধারন মানুষ তাদের জীবনযাত্রার মান কমিয়ে আনতে বাধ্য হচ্ছে।বাড়তি ব্যয়ের যাতাঁকলে অনেকের জীবনযাত্রার মান কয়েক ধাপ নিচে নেমে এসেছে। এমনকি অনেকে খাবার কেনাও কমিয়ে দিয়েছে। ঔষধপত্র ও চিকিৎসা ব্যায় জরুরী হলেও অনেকে জীবনকে ঝুঁকির মধ্যে রেখেই ঔষধপত্র সেবন কমিয়ে দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.