চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরো ৭৯ জন

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩২৭ জন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। গতকাল মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭৬ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। তারমধ্যে ৮ জন‌ নগরীর ও ১১ জন‌ উপজেলার বাসিন্দা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।এতে শনাক্ত হন ৮ জন। আক্রান্ত ৮ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৬টি নমুনা পরীক্ষায় ১৭ জন পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১০ জন নগরীর ও ৭ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে ৯ জন পজেটিভ শনাক্ত হয়। পজেটিভ শনাক্ত হওয়া ৯ জনই নগরীর বাসিন্দা।

ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তারা সবাই নগরীর বাসিন্দা। শেভরনের ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তারমধ্যে ৬ নগরীর ও ১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের পজেটিভ শনাক্ত হয় এবং তারমধ্যে ৭ নগরীর ও ১ জন উপজেলার বাসিন্দা। আরটিআরএলে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনা শনাক্ত হয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.