স্বাধীনতা সংগ্রামে গীতিকবি এস.এম খুরশিদ’র ভূমিকা ছিল অপরিসীম

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ‘বিজয় মেলা’র উদ্ভাবক, বরেণ্য গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের সাবেক সভাপতি এস.এম খুরশিদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা গত ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নগরীর দেওয়ানহাটস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি ডাঃ খোদেজা খুরশিদা অপরাজিতা, সহ সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক এস.আনিস আহামদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক দিলীপ ভারতী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, সদস্য তাপস আচার্য, রত্মাবনিক ও ইকবাল ভূঁইয়া। মুনাজাত পরিচালনা করেন- সংগীত শিল্পী এহসানুল করিম।

বক্তারা বলেন- স্বাধীনতা সংগ্রামে এস.এম খুরশিদ এর ভূমিকা ছিল অপরিসীম। যিনি তার নিরন্তর প্রচেষ্টায় আর কর্মে আমাদের আজকের প্রজন্মের জন্য পথ চলার জায়গাটি তৈরী করে দিয়েছেন। সেই তিনি এক নিভৃতচারী সুরের সাধক। যিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন সমৃদ্ধ সংস্কৃতির লালন, বিকাশ ও পরিশুদ্ধ এক সমাজ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সাথে নিয়ে নিরন্তর নিরবে কাজ করে গেছেন।

এস.এম খুরশিদ আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে করেছেন আলোকিত বর্ণাঢ্য ও সমৃদ্ধ। প্রচার-প্রাচুর্য্যে- স্বীকৃতির মোহমুক্ত এক নীরব কর্মী সংকল্পের দৃঢ়তায় পথের মাঝে পথের সন্ধান করে বেড়িয়েছেন। এস.এম খুরশিদ ছিলেন নিভৃতচারী প্রচার বিমুখ অন্তরালে থাকা এক সুন্দর মনের মানুষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.