মেডিকেলের নথি গায়েব

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন টেন্ডারের অনিয়মের অভিযোগে দুদক নথি চেয়ে চিঠি যাওয়ার পর হঠাৎ করেই সেখানে থাকা অনেক রেকর্ডপত্র “উধাও” হয়ে গেছে।

তবে ৩১টি নথি সম্পর্কে জানা গেছে, এই নথিগুলো ২০১৭-২০১৮ সালের অর্থ বছরের। নথি ঘটনার সন্দেহে টেন্ডার শাখার এক কর্মীকে “বলি’র পাঁঠা” বানানোর চেষ্টা চলছে।

চট্টগ্রামের দু’টি হাসপাতালের গত ১২ বছরের বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দেয় দুদক। এতে ২০১৮ সাল থেকে টেন্ডারের মাধ্যমে বাস্তবায়িত সবগুলো প্রকল্প/ক্রয় করার যন্ত্রাংশ  ও সরঞ্জামের নথি তলব করা হয়।

চমেকের এক কর্মচারী বলছেন, “ভূতে নথি লই’গেইয়ে। নথি গায়েব কিল্লাই – ন বুঝিলে ফাঁসী লন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.