দুই বাংলাদেশি মেয়েদের আইপিএলে

0

সিটি নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ থেকে ৯ নভেম্বর বসছে মেয়েদের আইপিএল। নারীদের এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি দুই নারী ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন। তাঁরা হলেন জাহানারা আলম ও সালমা খাতুন।

আজ রোববার বিসিসিআই তিন দলের এই টুর্নামেন্টের সূচি ও দল ঘোষণা করে। এবারও ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। আর সালমা খেলবেন ট্রেলব্লজার্সের হয়ে।

কিছুদিন আগে বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিল বিসিসিআই। এবার চূড়ান্ত হয়েছে বিষয়টি।

ট্রেলব্লজার্স, ভেলোসিটি ও সুপারনোভাস এই তিনটি দলের মধ্যে সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। ফাইনাল মিলে চারটি ম্যাচ হবে। ফাইনাল হবে ৯ নভেম্বর।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার দুজন ক্রিকেটার অংশ নেবেন। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও থাকবেন নারী আইপিএলে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া জাহানারা গতবার খেলেছিলেন টিম ভেলোসিটিতে। দলটির নেতৃত্বে ছিলেন মিতালি রাজ।

জাহানারা ওয়ানডেতে ৩৭ ম্যাচে ৩৩ উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে পেয়েছেন ৫৫ উইকেট।

আর সালমা খাতুন ওয়ানডেতে ৩৪ ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে পেয়েছেন ৬৬ উইকেট। তিনি এবারই প্রথম সুযোগ পেতে পারেন।

টুর্নামেন্টের সূচি:

৪ নভেম্বর : সুপারনোভাস ও ভেলোসিটি

৫ নভেম্বর : ভেলোসিটি ও ট্রেলব্লজার্স

৭ নভেম্বর : ট্রেলব্লজার্স ও সুপারনোভাস

৯ নভেম্বর : ফাইনাল

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.