পটিয়া পৌরসভার নির্বাচনঃ সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

0

গোলাম শরীফ টিটু, সিটি নিউজঃ পটিয়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। উপজেলা ও জেলার সিনিয়র নেতাদের সম্পর্ক উন্নয়নে উদ্যোগী সম্ভাব্য প্রার্থীরা। প্রত্যেকে নিজস্ব কর্মী সমর্থকদের নিয়ে সামাজিক অনুষ্ঠানাদীতে উপস্থিত হচ্ছেন।

জানা গেছে, মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, পৌরসভার দুই বারের নির্বাচিক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরওয়ার হায়দার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর।

স্থানীয় দলীয় সুত্র মতে, পটিয়া পৌরসভায় নির্বাচিত হতে হলে এস.আলম গ্রুপের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। এ ছাড়া পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুইপ শামশুল হক চৌধুরীর সমর্থন ও আওয়ামী লীগের দলীয় প্রতীক ফ্যাক্টর। তৃনমুল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকা নেতারা বেশ ভাল অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পটিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপি নেতা মোহাম্মদ আলীও প্রশাসকের দায়িত্বে ছিলেন। পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে দ্বিতীয়বারের মত অধ্যাপক হারুনুর রশিদ মেয়র নির্বাচিত হন।

জানা গেছে, আগামী বছরের ২৭ ফেব্রুয়ারী মেয়াদ শেষ হচ্ছে । পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৫ হাজারের বেশি ভোটার রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.