পুলিশের নির্যাতন ও শাস্তি সমাচার

0

জুবায়ের সিদ্দিকীঃ পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু সিলেটসহ সারাদেশে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। সিলেটের বন্দবাজার ফাঁড়ি ইনচার্জ এস আই আকবর হোসেন এই নির্যাতনের নেতৃত্ব দিয়েছে। ২০ হাজার টাকা দাবী ও পরবর্তীতে রায়হানকে বর্বরভাবে নির্যাতন করে সিলেটে যে ঘটনার নায়ক সেই এসআই আকবর এখন লাপাত্তা।

স্থানীয়রা জানান, আকবরের কাজ ছিল রাস্তা থেকে নিরিহ মানুষ ধরে এনে নির্যাতন করে টাকা আদায় করা। গত ১১ অক্টোবর ৫ হাজার টাকা নিয়ে থানায় গিয়ে রায়হানের পরিবার জানতে পারেন তাদের নারী ছেঁড়া ধন বেঁচে নেই। টাকার জন্য নির্যাতন করে রায়হানকে যে হত্যা করা হয়েছে তার আলামত পেয়েছে পিবিআই।

এভাবে পুলিশের শাস্তিমুলক ব্যবস্থা বলতে বদলী ও বরখাস্ত কোন সমস্যার সমাধান হবে না। প্রত্যাহার, বদলী ও বরখাস্ত কোন শাস্তি নয়। দোষীদের আটক করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরী। এভাবে রায়হানরা কত নির্যাতনের শিকার হবে। আর কত অকালে প্রাণ হারাবে?

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.