সন্দ্বীপে অস্ত্রসহ মিশু গ্রুপের প্রধান গ্রেফতার

0

সিটিনিউজবিডি : ঈদুল আজহার আগে গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সন্দ্বীপে দু’ব্যক্তি খুনে অভিযুক্ত যুবলীগ নামধারী সন্ত্রাসী মিশু গ্রুপের প্রধান ফজলে এলাহী মিশুকে অস্ত্রসহ গুলিবিদ্ধ ‍অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ২টি এক নলা বন্দুক, ২টি শট গান, ৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, শতাধিক গুলির খোসা ও বেশ কিছু কিরিচ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বলেন,‘সন্দ্বীপে গরুর বাজারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত মিশুকে বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের সময় গুলিবিদ্ধ হন মিশু।’

কোরবানির ঈদকে সামনে রেখে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় বসা গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় জাফর ও মিশু গ্রুপ। এসময় উভয় পক্ষে গুলি বিনিময়ে মো. কবির ও মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যান।

এদের মধ্যে মো. কবির একটি প্রসাধনী কোম্পানির ডেলিভারিম্যান। তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।

সংঘর্ষে লিপ্ত দুটি পক্ষই ক্ষমতাসীন দলের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.