করোনার প্রকোপ ঠেকাতে ফ্রান্সে কারফিউ জারি

0

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দ্রুত করোনার বিস্তার ঠেকাতে দেশটির রাজধানী প্যারিসসহ আট শহরে রাতে কারফিউ জারি করেছেন। খবর বিবিসির।

বুধবার টিভিতে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন, কারফিউ কার্যকর হবে শনিবার থেকে। চলবে অন্তত চার সপ্তাহ। মানুষজনকে রাত ৯ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে হবে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা।

ম্যাক্রো জানান, কারফিউয়ের আওতায় মানুষ সন্ধ্যায় কিংবা রাতে কোনও রেস্তোঁরায় কিংবা কারও বাসায় যেতে পারবে না। কেবল জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া যাবে। কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে ১৩৫ (১৫৯ ডলার) ইউরো জরিমানা দিতে হবে।

দেশটিতে স্বাস্থ্যগত জরুরি অবস্থাও জারি করা হয়েছে। শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ফলে আবারও কঠোর বিধি-নিষেধ জারি করতে বাধ্য হয়েছে বিভিন্ন দেশের প্রশাসন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.