পতেঙ্গায় দুর্নীতি সমৃদ্ধ উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে না-ডা.শাহাদাত

0

সিটি নিউজ : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, পতেঙ্গায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি সমৃদ্ধ উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে না। ২০০০ কোটি টাকার প্রকল্পে পতেঙ্গার বেড়িবাধ নির্মাণ, আউটার রিং রোড নির্মাণে উন্নয়নের নামে দুর্নীতির কারণে জনগণ কোন ধরনে সুফল পাচ্ছে না। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হওয়ায় আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগ সড়ক ও লিংক রোড এবং পতেঙ্গা পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন চট্টগ্রাম বাসীর জন্য গুরুত্ব বহন করে। কিন্তু চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো নির্মাণেও তেমন একটা দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না।

বৃহস্পতিবার বিকালে ৪১নং ওয়ার্ড বিএনপির নের্তৃদের মাঝে সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আজ দেশের সাধারণ মানুষ দিারুন কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাহাকার করছে দেশের মানুষ। লাগামীহনভাবে শাক সবজি, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নেই। আলুর দাম অতীতের সব রেকর্ডকে ভঙ্গ করেছে। সরকারের বাজার মনিটরিং বলতে কিছুই নেই। সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ১২ বছরের অধিক সময় ক্ষমতায় থেকেও এই সরকার জনগণের ভাগ্য উন্নয়ন করতে না পারলেও তাদের ভাগ্য উন্নয়ন করতে ভূল করে নাই। সারাদেশের আজ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ করে সরকারি দলের নেতাকর্মীরা শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে।

দূর্নীতি ও দুঃশাসন সারাদেশকে গ্রাস করেছে। ৪১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল আলম মেম্বারের সভাপতিত্বে মো: জসিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি মো: মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আতিকুর রহমান, পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি ইসমাইল কমিশনার, আবু ছিদ্দিক, যুগ্ম সম্পাদক মনির আহমেদ, হাজী আলমগীর, আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব আলী বক্স, ৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুল হুদা, মোহাম্মদ ইকবাল, আলী হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক আলী ওসমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, নুরুল আবছার সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.