বর্তমান সরকার সকল ধর্মের অধিকার নিশ্চিত করেছে-এমপি মোস্তাফিজ

0

বাঁশখালী,সিটি নিউজ : বাঁশখালী বৌদ্ধ সমিতি পরিচালিত বাঁশখালীর দ্বিতীয় কঠিন চীবর দান বৃহস্পতিবার সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির, একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির এর জন্মজনপদের কাহারঘোনা মিনজিরীতলা গ্রামের সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় । দিনব্যাপী অনুষ্টান মালায় সকাল বেলা জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রয়াত সংঘমনিষাদের ও দায়ক-দায়িকাদের স্মরণে অষ্টউপকরণসহ মহাসংঘদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত ধর্মদর্শী মহাথের। উদ্বোধক ছিলেন ভদন্ত মৈত্রীজিৎ স্থবির।

প্রধান ধর্মলোচক ছিলেন বির্দশন সাধক বিনয়পাল মহাথের সদ্ধর্ম আলোচনা করেন উত্তর পুরানগড় সংঘশ্রী বিহারের অধ্যক্ষ লোকপ্রিয় মহাস্থবির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল থের। সকাল বেলার অনুষ্ঠান শেষে চীবর দানের ২য় পর্বের কঠিন চীবর দানসভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ছিলেন সংঘরাজ অভয়তিষ্য বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীজিৎ স্থবির । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের পালি বিভাগীয় প্রধান ড. অর্থদর্শী বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, মিলন বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, প্রদর্শন বড়ুয়া, মিলন বড়ুয়া কোম্পানী, আশীয় বড়ুয়া, রাসেল বড়ুয়া, খোকন বড়ুয়া প্রমুখ । অনুষ্টানের প্রধান অতিথি বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের ও নাগরিকের অধিকার নিশ্চিত করেছে । তাই সকল ধর্মীয় অনুষ্টান নির্বিঘ্নে পালন করছে কোন ধরনের সমস্যা হচ্ছে ।

তিনি মন্দিরে মাঠ ভরাট এবং বড়ুয়া পাড়ার অভ্যন্তরীন সড়ক সংস্কারে কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় ঘোষনা করেন । এদিকে মহান প্রবারণা পূর্ণিমার মাধ্যমে সারাদেশে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীর বৌদ্ধ বিহার গুলোতে আজ থেকে কঠিন চীবর দান শুরু হয়েছে।

বক্তারা এই মহান দানসভার মাধ্যমে সর্বজীবের মঙ্গল কামনা ও বিশ্ব শান্তি কামনা করেন। বাঁশখালীর অনুষ্ঠিতব্য কঠিন চীবর দান সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির ও সাধারণ সম্পাদক কল্যাণ বড়ুয়া সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.