জীবনবাজি রেখে করোনা মহামারীতে গাউসিয়া কমিটি কাজ করছে

জামেয়া ময়দানে এম্বুল্যান্স গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

0

সিটি নিউজ,চট্টগ্রাম : আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অংগসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদকে একটি এম্বুল্যান্স প্রদান করলেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গাউসিয়া কমিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন।

গাউসিয়া কমিটির মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের স্বাগত জানান, করোনা মহামারীতে রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচীর প্রধান সমন্বয়ক ও গাউসিয়া কমিটির যুগ্মমহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন- আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এজিএস গিয়াস উদ্দিন সাকের, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান, আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত বাংলাদেশ’র স্যান্ডিং কমিটির সদস্য মাওলানা স.উ.ম. আব্দুস সামাদ।

করোনা মহামারীতে রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচীর সদস্য আহছান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও দক্ষিণ জেলা কমিটির সভাপতি আলহাজ কমরুদ্দিন সবুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীব উল্লাহ মাষ্টার, দুবাই সিটি গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ মুহাম্মদ ফারুক বাহাদুর, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া’র প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মিডিয়া সেল আহবায়ক অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য মুহাম্মদ এরশাদ খতিবী, গাউসিয়া কমিটির ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প সমন্বয়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মাওলানা আব্দুল মালেক, সদস্য শাহাদাত হোসেন রুমেল, লায়ন আবু নাসের রনি প্রমূখ। সভায় আরব আমিরাতের পীর ভাইদের আর্থিক সহযোগীতার এম্বুলেন্সটি প্রদান করায় আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আনজুমান এসভিপি আলহাজ্ব মুহাম্মদ মহসিন।

তিনি গাউসিয়া কমিটির কর্মীরা হুজুর কিবলার মনসা মোতাবেক মানবতার সেবায় জীবনবাজি রেখে করোনা মহামারীতে কাজ করছে উল্লেখ করে এম্বুল্যান্স প্রাপ্তিকে কাজের স্বীকৃতি বলে বর্ণনা করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র সভাপতি আলহাজ মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ জানে আলম, প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শফিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতায় এম্বুলেন্সটি প্রদান করায় আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানান তিনি।

দেশের মহাসংকট করোনাকালে রোগীসেবা ও মৃত কাফন-দাফন, অমুসলিমদের সৎকারসহ যাবতীয় সেবামুলক কর্মসূচি গাউসিয়া কমিটির ভূমিকাকে অনন্য নজির উল্লেখ করে যারা সহযোগিতা করতে এগিয়ে এসেছেন -তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.