নগরীতে ৩০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীতে কেজি ৩০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। পেঁয়াজ ছাড়াও রয়েছে চিনি, ডাল ও সয়াবিন তেল। শহরের বিভিন্ন পয়েন্টে ৮টি ট্রাকে করে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে। মানুষও দীর্ঘ লাইন ধরে এসব পণ্য ক্রয় করছেন। তবে অন্যান্য পণ্য সামগ্রীর তুলনায় পেঁয়াজের চাহিদাই বেশি।

টিসিবির ট্রাকে পেঁয়াজ কিনতে আসা আব্দুল গফুর নামে এক ক্রেতা জানান, দেশি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা। ইরানী পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা। এগুলোর চেয়ে ৩০ টাকা দামে চীনা পেঁয়াজ কিনছি। ঝাঁজ কম হলেও পেঁয়াজইতো!

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম শহরে ৮টি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই ও খাগড়াছড়িতে ৩টি ট্রাক পাঠানো হয়েছে। চীনা পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে। একজন ২কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারবেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.