শেরশায় ৪০ শতক জায়গা দখলমুক্ত করল চসিক 

0

সিটি নিউজঃ নগরীর শেরশাহ মেইন রোড ও মিনারের উভয় পার্শ্বে শিল্পএলাকা রোড, আবাসিক এলাকা রোডের প্রায় ২ শতাধিক অবৈধ দোকান-পাট ও দখলদার উচ্ছেদ করে চসিক। অবৈধ উচ্ছেদকৃত জায়গার পরিমাণ প্রায় ৪০ শতক।

আজ রবিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত জায়গা উদ্ধার করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, র‌্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ৩০ আনসার ব্যাটেলিয়াম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিশন লি. পিডিবিসহ সংশ্লিষ্টরা ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

উচ্ছেদ হওয়া দোকানদাররা বলেন, তাদেরকে কোন নোটিশ দেওয়া হয়নি। তাদের মালামাল সরানোর কোন সুযোগ দেওয়া হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.