চসিক নির্বাচনঃ পুর্ণিমার চাঁদ আর উঠবে না

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীতে সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে ক্উান্সিলর প্রার্থীরা দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছেন। করোনা পরিস্থিতির কারনে স্থগিত হওয়া চসিক নির্বাচনের পুন:তারিখ ঘোষনা না করলেও ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের সাথে কুশলাদি বিনিময়সহ সামাজিক সকল অনুষ্ঠানে অংশ্রগ্রহন করছেন।

তবে সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রতি আগ্রহ নেই। প্রার্থীদের অনুসারীরাই বেশী উদগ্রীব ভোটের জন্য। আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থিত প্রার্থীরা মাঠে ভোটের লড়াইয়ের অপেক্ষায় আছেন। দীর্ঘ প্রায় ৭ মাস পর প্রার্থীরা গনসংযোগের প্রতীক্ষায় থাকলেও আওয়ামী লীগের মনোনিত অধিকাংশ প্রার্থী মনে করেন দল ক্ষমতায় আসে যখন চিন্তা কিসের?

অন্যদিকে গতবারের অটোপাস প্রার্থীরা মনে করেন এবার আকাশে পুর্নিমার চাঁদ উঠবেনা। রাতে ব্যালটে বাক্সভর্তি হবে না। সুষ্টভাবে ও কঠোর নিরাপত্তায় এবার ভোট হবে। ভোটে কারচুপির কোন সম্ভাবনা নেই। রাতেই ভোটের বাক্সভর্তির চিন্তা মাথা থেকে ঝেঁড়ে ফেলার কথা বলছেন সাধারণ মানুষ।

সচেতন মহল মনে করেন, জনগনের ভাষা সহজে বুঝতে পারলেই মঙ্গল। সময় থাকতে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনাসহ গণসংযোগ করার পরামর্শ প্রত্যেক প্রার্থীর প্রতি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.