ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে- রেজাউল করিম

পাহাড়তলী-হালিশহর-ডবলমুরিং পূজা উদযাপনের সভা

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন,সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে কিছু নেই।ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে।অন্যায়,পাপ কাজ থেকে দুরে থাকার জন্য ধর্মীয় আচার-আচরণ পালন করতে হয়।সকল ধর্মের সম অধিকার নিশ্চিত করতে এ সরকার বদ্ধপরিকর।বাঙালির হাজার বছরের শ্বাশত সংস্কৃতি যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন।কতিপয় মানুষ ধর্মকে পুজি করে নানা ষড়যন্ত্রে লিপ্ত।এসব থেকে আমাদের সকলকে দুরে থাকতে হবে।বহি:বিশ্বে এদেশের যে ভাবমূর্তি মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন।আমাদের সকলকে তা বজায় রাখতে হবে।

জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে আজ সোমবার (১৯ অক্টোবর) ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর থানা এবং আওতাধীন সকল পূজা উদযাপন পরিষদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ফরিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভাটি পরিচালনা করেন বাবুল দাশ।

এসময় নেতৃবৃন্দেক মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন,সদস্য মোরশেদ আকতার চৌধুরী,হালিশহর থানা আওয়ামীলীগ আহবায়ক ফয়েজ আহমেদ,২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী নাজমুল হক ডিউক,সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটি নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,শেখ নাছির আহমেদ,নগর সেচ্ছাসেবকলীগ নেতা দেবাশীষ নাথ দেবু,ফারহানা আফরোজ জেনিফার,নুর আক্তার প্রমা,আনিছুর রহমান মামুন থানা ও মন্ডপ পূজা উদযাপন পরিষদ সভাপতি,সাধারণ সম্পাদকের মধ্যে যথাক্রমে টিটু কান্তি চৌধুরী,লিটন দেবনাথ,ডা.দিপক চৌধুরী,রাজিব ধর,পলাশ দেবনাথ তমাল শর্মা,ডা.সুমন তালুকদার,সাগর দাশ,অজিত কুমার দেবনাথ,জনি শীল শিবু,ঝন্টু শীল,খোকন দেবনাথ প্রমুখ। সভায় রেজাউল করিম চৌধুরী বলেন,মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের সাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে একটি করে ক্লিনিক করা হবে।পাহাড়-নদী-সাগর বৌদিত এই শহরকে একটি সুন্দর আধুনিক,নান্দনিক সিটি হিসেবে গড়ে তোলা হবে।সভাশেষে ফুলেল শুভেচ্ছাসহ তিনটি থানার আওতাধীন প্রতিটি মন্ডপ কমিটিকে মেয়র প্রার্থী এম.রেজাউল করিম চৌধুরীর পক্ষে অনুদান দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.