পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রমে পুজা কমিটির মতবিনিময় 

0

সুজিত দও পটিয়া প্রতিনিধিঃ চট্রগ্রামের পটিয়ায় পৌর সদর প্রান কেন্দ্রে রাম কৃষ্ণ সেবাশ্রমে পটিয়া উপজেলায় ১৮৩ টি পুজা মন্ডবের নেতৃবৃন্দদের সাথে পটিয়া উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক, সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতি সহ বিভিন্ন সংগঠনের জড়িত , আওয়ামী লীগ নেতা বিমল মিএ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সারা দেশে সস্প্রাদায়ের মাঝে সস্প্রাদায়িকতায় সস্প্রীতির বজায় রেখে তার ধারাবাহিকতায় সকল হিন্দু সর্নাতনীদের দুর্গো উৎসবে শার্থীক পুজা অর্চনার মধ্য দিয়ে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর নেতৃত্বে সস্প্রাদায়িক সস্প্রীতির নব দিগান্তের সুর্চনা বজায় রেখে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ কাজ করতে হবে।

তিনি ১২ বছরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়নে যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন , তা ৩৫ বছরেও কোনো সাংসদ করতে পরে নাই।পটিয়ার মাটি ও মানুষের নেতা, পটিয়ার রুপকার জননেতা হিসাবে পটিয়াবাসী সহ দক্ষিণ  চট্টগ্রামে বিরল দৃষ্টান্ত স্হাপনে আমরা ধন্য ও গর্ভীত । তার দির্ক নির্দেশনার লক্ষ্যে আমাদের পদ চলার পরিদর্শক ও পটিয়াবাসীর অভিভাবকে খ্যাতি অজন করেছেন।

জীবনের ঝুঁকি মাথায় রেখেই গুরুদায়িত্ব পালনের সবাইকে সচেতন, সজাগ দৃষ্টি রেখেই, এ উৎসবে স্বাস্থ্যবিধি মেনেই প্রত্যেকের অংশ গ্রহন ।সে বিষয়ে সবাইকে সজাক দৃষ্টি ও নজর দারি রাখতে হবে। সরকার কটোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। সরকারি ও জাতীয় সংসদের হুইপেরও অনুদানের ব্যবস্থাও রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এতে উপস্থিত, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষি বিশ্বাসের সভাপতিত্বে ও পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণব দাশের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি তাপস কান্তি দে, জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাষ্টার শ্যামল দে, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বিশ্বজিত দাশ, সহ-সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, পৌর আওয়ামী লীগ কৃষি সস্পাদক, হিন্দু , বৌদ্ধ , খৃষ্টান,

ঐক্য পরিযদের সস্পাদক ও পরিচালক আইন কলেজ দেবর্ষি চক্রবর্ত্তী, বিশিষ্ট সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা ঝুলোন দাশ (ঝুলন) , দক্ষিণ জেলার পুজা পরিষদের মহিলা সস্পাদিকা ও নারী নেতৃী শিল্পী মিত্র, ইউ পি সদস্যা ও মহিলা নারী নেতৃী রেখা দাশ, নারী জাগরণ সস্পাদিকা ও নারী নেতৃী রিংকী দে, আওয়ামী লীগ নেতা নয়ন শর্ম্মা, পৌর ৩ নং ওয়ার্ড সস্পাদক মো মাহাবুবুল আলম,, বিকাশ দাশ, শ্যামল গুপ্ত, উত্তম কুমার দে, রাজিব সেন, সুনিল দে, মেম্বর টিটু দেব , মেম্বার, দেবাশীষ চৌধুরী, বিশ্বজিত রায় ড্যানী, ঝর্ণা দত্ত, মিল্কী চৌধুরী, জুয়েল দাশ, দক্ষিণ ভুষি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সস্পাদক যাদব সর্দ্দার, সুজয় দে প্রমুখ। ১৮৩ টি পূজা মন্ডবে সকলেই স্বাস্থ্যবিধি মেনেই এ উৎসবে অংশ গ্রহন করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.