সমৃদ্ধ জাতী গঠনে সাম্প্রদায়িক সম্প্রিতি অতি গুরুত্বপূর্ণ-ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রিতি বজায় রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।একটি সমৃদ্ধ জাতী গঠনে সাম্প্রদায়িক সম্প্রিতি থাকাটা অত্যন্ত জরুরী।করোনা মহামারিতে সারাবিশ্বব্যাপী ব্যবসা-বানিজ্য,অর্থনীতির চরম মন্দা চলছে।এই সময়ে বাংলাদেশের মতো একটি দেশ শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বগুনে অর্থনীতি সচল রেখে এশিয়া অন্যান্য দেশের চেয়ে প্রবৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে।এটা একটা বিষ্ময়কর ব্যাপার।আমাদের মাঝে কতিপয় মানুষ আছে,যারা সম্প্রিতি নষ্ট করতে চায়।তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

নগরীর দেওয়ানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আমাদের আলোকিত সমাজ চট্টগ্রাম এর আয়োজনে চকবাজার,দেওয়ান বাজার,আন্দরকিল্লা ওয়ার্ডের নারী ও পুরুষের মাঝে শারদীয় শুভেচ্ছা স্বরুপ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.আর কামরুল ইসলাম ।
সংগঠনের ভাইস চেয়ারম্যান ন্যাপের কেন্দ্রীয় নেতা মিথুল দাশগুপ্তের পরিচালনায়
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,প্রোগ্রাম কো চেয়ার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও আঃআঃ সমাজ জেলা কমিটির সহ- সভাপতি রুমকি সেনগুপ্ত, আশরাফুল গণি, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আঃআঃ সমাজ জেলা কমিটির সম্মানিত সভাপতি এডভোকেট শাহরিয়ার তানিম, মো আব্দুল্লাহ প্রমুখ।
সভায় বক্তাগণ চসিক নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার রুমকি সেনকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভাশেষে প্রধান অতিথি আগত নারী পুরুষের হাতে বস্ত্র তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.