চট্টগ্রামে এক ভবনে ২২১টি অবৈধ চুলা

0

গোলাম শরীফ টিটু,সিটি নিউজ : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনী এলাকায় সৈয়দ নুর হোসেন নামের এক ব্যক্তির ভবন থেকে ২২৬টি চুলা সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: (কেজিডিসিএল)।

গত ২১ অক্টোবর সংযোগ বিচ্ছিন্ন করে কেজিডিসিএলের বিশেষ টিম। ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নিয়ে তিনি ব্যবহার করে আসছে ২২৬টি চুলা। অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: সরোয়ার হোসেন জানা, ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন দেন ইপিজেড থানার ব্যাংক কলোনীর সৈয়দ নুর হোসেন নামে এক বাড়ির মালিক। কিন্তু তিনি ব্যবহার করছেন ২২৬টি চুলা। ২২১টি চুলা অবৈধভাবে ব্যবহার করছেন এমন খবর পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। তিন বছর ধরে অবৈধ গ্যাগ ব্যবহার করায় প্রায় ৭০ লাখ টাকার আয় বঞ্চিত হয়েছে কোম্পানী। স্থানীয়দের প্রশ্ন কর্ণফুলী গ্যাস কোম্পানীর এতদিন পরে কেন ঘুম ভাঙ্গল?

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.