পদ্মায় এক বাদশার বাদশাহী

0

গোলাম সরওয়ার,সিটি নিউজ : ট্যাংকলরী মালিক সমিতি চট্টগ্রাম এর সভাপতি ও আলহাজ¦ মোম্মাদ ইসহাক বাদশা এন্ড কোং এর স্বত্তাধিকারী বাদশা মিয়া ২০১৫ সালে বিপিসির মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানীর সাথে পেট্রোল, ডিজেল, জেডওয়ান ও কনডেনসেট পরিবহনের জন্য চুক্তিবদ্ধ হন। কোন টেন্ডার ছাড়াই বছরের পর বছর রাষ্ট্রায়ত্ত একটি তেল বিপনন কেন্দ্রে তেল পরিবহনের সঙ্গে নিয়োজিত আছেন। দুই বছর পর পর টেন্ডার দেওয়ার নিয়ম থাকলেও রহস্যজনক ভাবে তা আটকে আছে।

এ নিয়ে পরিবহন ঠিকাদারদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। টেন্ডার হলে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়। এই চার প্রকার তেল পরিবহনে রয়েছে পাচারের ঘটনার শুভঙকরের ফাঁকি। এ ব্যাপারে ট্যাংক লরী সমিতির সভাপতি বাদশা বলেন,প্রায় ৪০ জন পরিবহন ঠিকাদার আছে।

সরকারী নির্ধারিত মুল্যে গুপ্তখাল পদ্মার ডিপো থেকে বিমান বন্দর পর্যন্ত তেল পরিবহন শুধু আম্ইি করে থাকি। এ ছাড়া যশোর রুটেও আছে। অন্যসব ঠিকাদাররাও ব্যবসা করছেন। তিনি স্বীকার করেন, টেন্ডার ছাড়াই চুক্তির মাধ্যমে তেল পরিবহনে আছেন। পদ্মার একজন শ্রমিক বলেন,পদ্মায় বাদশার বাদশাহী কেয়ামত পর্যন্ত বহাল থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.