সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন ।
আজ রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল শনিবার তথ্যমন্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দে, আজ তার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন। আজকে বাসায় ফিরতে পারেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর করোনায় আক্রান্ত হন হাছান মহামুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।