এরদোয়ানের ওপর ক্ষেপেছেন ফরাসি প্রেসিডেন্ট

0

সিটি নিউজ ডেস্ক : ‘মানসিক রোগী’ উল্লেখ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ওপর ক্ষেপেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ জন্য ফ্রান্সে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।

কয়েক দিন আগে মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র ব্যবহার করে ক্লাসে শিক্ষাদান করা ইতিহাসের একজন শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করেন এক চেচেন যুবক। এ ঘটনায় উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াই করতে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘ফ্রান্স ব্যঙ্গচিত্র ত্যাগ করবে না।’

এর জবাবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ‘এমানুয়েল ম্যাক্রোঁ কার্যত মানসিক রোগী। তাঁর মানসিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’

এরদোয়ানের এই উক্তিতে তাঁর ওপর ক্ষেপেছেন ফরাসি প্রেসিডেন্ট। তলব করেছেন তুর্কি রাষ্ট্রদূতকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.