সরকারি অনুদানের সিনেমায় অনিয়মের মামলায় টোকন ঠাকুর গ্রেপ্তার

0

সিটি নিউজ ডেস্ক : কবি ও পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়। সরকারি অনুদান নিয়ে নির্ধারিত সময়ে সিনেমা জমা দিতে না পারায়
সেই মামলায় আজ রোববার রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেজন্য আজ রাত ৮টার দিকে আমরা তাঁকে গ্রেপ্তার করেছি। তিনি এখন থানায় আছেন। কাল সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’

টোকন ঠাকুরকে গ্রেপ্তার অভিযানে থাকা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মিলন জানান, এলিফ্যান্ট রোডের ২২৫/১ নম্বর বাসার ছয়তলার ফ্ল্যাট থেকে টোকন ঠাকুরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.