রিয়াজউদ্দিন বাজারে ১০ আলু আড়তদারকে জরিমানা

0

সিটি নিউজঃ চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের ১০ জন আলু আড়তদারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় তাদের এ জরিমানা গুণতে হলো।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানটির নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

তিনি বলেন, সরকার পাইকারি বাজারে আলুর দাম কেজি প্রতি সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ করে দিলেও আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা ৪২ টাকায় বিক্রয় করছিল। দামে কারসাজির প্রমাণ পাওয়ায় ১০ আড়তদারকে জরিমানা করা হয়েছে।

অভিযানে ৪০-৪২ টাকা কেজি দরে আলু বিক্রি এবং বিক্রি রশিদ দেখাতে না পারায় রেয়াজউদ্দিন বাজারের কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্সকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.