নির্ধারিত সময়ে কাজ শেষ করতে প্রকৌশলীদের প্রতি নির্দেশ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। এছাড়া যে সকল ঠিকাদার কার্যাদেশ পাওয়ার পরও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করবে না, তিনবারের পর তাদের কার্যাদেশ বাতিল করতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চসিকের পুরনো নগর ভবনের প্রশাসক দপ্তরে চসিকের চলমান প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে প্রকৌশলীদের সাথে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশসহ অন্যান্য প্রকৌশলী ও বিভাগীয় প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.