সাবেক ফিফা রেফারি আবদুল আজিজ আর নেই

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশের ফুটবলে বেশ আলোচিত রেফারি ছিলেন তিনি। দেশের ফুটবলে যখন স্বর্ণ সময়, তখন মাঠে বাঁশি বাজিয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন সাবেক ফিফা রেফারি আবদুল আজিজ। দেশের ফুটবলে অতি পরিচিত এই রেফারি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি। ৬৭ বছর বসয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আবদুল আজিজ। কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। গত কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন। আজ দুপুরে মারা যান তিনি।

১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল আজিজের। তবে রেফরারি হিসেবে প্রথম মাঠে নামেন ১৯৭৫ সালে। ছয় বছর পর হন ফিফা রেফারি।

আবদুল আজিজ ১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত ফিফা রেফারি ছিলেন। ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি।

ঢাকার ফুটবলে ২৬ বছর রেফারির দায়িত্ব পালন করেন আবদুল আজিজ। এর মধ্যে ১০ বছর ছিলেন ফিফা রেফারি। অল্প কিছুদিন অগ্রণী ব্যাংক ক্রীড়া চক্রের কোচের দায়িত্বও পালন করেন তিনি।

পুরোনো ঢাকার গেন্ডারিয়া হাই স্কুলে পাঁচ বছর শারীর চর্চার শিক্ষকেরও দায়িত্ব পালন করেন আবদুল আজিজ। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে। তারা শোক সন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.