এ সরকার শ্রমিকের অধিকার সুরক্ষায় বদ্ধপরিকরঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজঃ  বৃহত্তর খাতুনগন্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আলোচনা সভা ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান, ইউনিয়ন এর সভাপতি মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ৩৫ নং বকশিরহাট ওয়ার্ডের সাবেক কাউ্ন্সিলর হাজী নুরুল হক, কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম, নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ। প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ৩৫ নং বকশিরহাট ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণসম্পাদক এস.এম. আববাস উদ্দীন, যুবনেতা তাপস দাশ, এস.এম. নাসির উদ্দীন, মোঃ জিয়াউল হক লিটন, মোঃ এনাম রাজ, টিটু চৌধুরী, মিঠুন দাশ, শ্রমিকনেতা মোঃ বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, মোঃ অলি, মোঃ ছালাম, মোঃ আলা উদ্দিন, মোঃ শাহাআলম, মোঃ নসু মিয়া, মোঃ জাকির মিয়া, মোঃ আবু তাহের, মোঃ মনির মিয়া, কাঞ্চন মিয়া, মোঃ ফিরোজ প্রমূখ।

সভায় প্রধান অতিথি ফরিদ মাহমুদ বলেন,এ সরকার শ্রমিকের অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর।দেশের পোশাক তৈরী শিল্প এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে বর্তমানে দেশের রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে।গত দশকে বিশ্বমন্দা হলেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এদেশে অর্থনৈতিক মন্দায় পড়েনি। সারাবিশ্বে করোনার পাদুর্ভাবে ব্যবসা বানিজ্য মুখ ধুবড়ে পড়লেও এদেশটা পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের এবারের ত্রাণ কার্যক্রম ছিল প্রশংসনীয়। করোনা বিপর্যয় কাটিয়ে উঠতে সরকারের প্রনোদনার আওতায় এসেছে সব শ্রেনীর ব্যবসায়ী।

অতিথি জাহাঙ্গীর আলম বলেন, হাজ্বী নুরুল হক কাউন্সিলার নির্বাচত হলে শ্রমিকদের কল্যাণে একটি এম্বুলেন্স দেওয়া হবে। খাতুনগঞ্জের শ্রমিকদের জন্যে শিক্ষা উপ মন্ত্রীর পক্ষে একটি গণশৌচাগার করে দেওয়া হবে।প্রধান বক্তা আবুল হোসেন আবু বলেন, জীবেনযাত্রার মানের সাথে মিল রেখে শ্রমিকের মুজুরী বাড়াতে হবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে,আপদকালীন ভাতার ব্যবস্থা করতে হবে। তবেই শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হবে। সভাশেষে শ্রমিকের গলায় পরিচয়পত্র পরিয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.