শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প, ভোটারদের কাছে টানার চেষ্টা

0

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সমীকরণ উল্টে দিয়ে গতবারের মতো এবারও চমক দিতে চাইছেন। ৩ নভেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিতে শেষ মুহূর্তের প্রচারে এখন তাই মরিয়া ট্রাম্প শিবির।

আজ রবিবার (১ নভেম্বর) থেকে এ লক্ষ্যে দুই দিনের ব্যাপকভিত্তিক প্রচারণায় নেমেছে তারা।

শেষ মুহূর্তে মূলত ব্যাটল গ্রাউন্ড বা দোদুল্যমান হিসেবে পরিচিত রাজ্যগুলোর ওপর জোর দিচ্ছেন ট্রাম্প। শনিবার পেলসিলভানিয়ায় চারটি সমাবেশে অংশ নেন তিনি। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। হোয়াইট হাউসে আরও চার বছর থাকার লড়াইয়ে রবিবার থেকে প্রচারাভিযান আরও জোরদার করেছেন তিনি।

এবারের নির্বাচনে বিজয়ী হতে ব্যর্থ হলে ১৯৯২ সালের পর ট্রাম্পই হবেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে না পারা প্রথম ব্যক্তি। এর আগে ১৯৯২ সালে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের ক্ষেত্রে এমনটি ঘটেছিল।

নির্বাচনি প্রচারে করেনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। রবিবার পেনসিলভানিয়ায় প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগের দিনই সেখানে একাধিক সমাবেশে অংশ নেন ট্রাম্প। মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত রাজ্যগুলোর একটি এই পেনসিলভানিয়া।

রবিবার ও সোমবার প্রতিদিন পাঁচটি করে দুই দিনে মোট ১০টি সমাবেশ করবেন ট্রাম্প। এখন পর্যন্ত পুরো প্রচারণার সবচেয়ে ব্যস্ত সময় যাবে এই দুই দিন।

আজ মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও ফ্লোরিডায় কর্মসূচি রয়েছে ট্রাম্পের। সোমবার নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, উইনসকনসিন ও মিশিগানের দুইটি ভেন্যুতে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এবারের নির্বাচনে এরইমধ্যে সাড়ে আট কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। দৃশ্যত আগাম ভোট দেওয়া ব্যক্তিদের বেশিরভাগই জো বাইডেন-এর সমর্থক। তবে ট্রাম্প শিবির চাইছে, ভোটের দিন যেন কেন্দ্রগুলোতে ট্রাম্প সমর্থকদের সরব উপস্থিতি নিশ্চিত করতে। এজন্য সেদিন সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। সূত্র: রয়টার্স।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.