বাজার অস্থিরঃ মানুষ দিশেহারা

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ দেশের মানচিত্রে করোনা মহামারি বৃদ্ধির অজুহাত ও পরিবহন সংকটসহ নানা অজুহাতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলেছে। কোন পণ্যের দাম বাড়লে তা কমার কোন সম্ভাবনা থাকেনা। বাজারে দাম বৃদ্ধির কারনে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নাভিঃশ্বাস।

একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দিন দিন কোটিপতি হচ্ছে। প্রশাসন বলছে ,অভিযান অব্যাহত রয়েছে। অসঙ্গতি চোখে পড়লেই কাউকে ছাড় দেওয়া হবেনা। বিন্তু এসব তর্জন-গর্জন বাস্তবে কোন কাজে আসেনা। বাজারের পণ্য নিয়ন্ত্রনে সরকারের কোন মনিটরিং নেই। নগরীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, আদা, পেঁয়াজ, রসুন, ডিম, আলুসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এখন দিশেহারা।

লবণ ৩৫ টাকা, ডিম ডজন ১১০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, পাম তেল ৯৫ টাকা, চিনি ৬২ টাকা, ময়দা ৩৫ টাকা, আটা ২৮ টাকা, আদা ৩৪০ টাকা, আলু ৪০ টাকা, রসুন ১০০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, মসুর ডাল ১২০ টাকা, চাল মাঝারী মানের ৫৭ টাকা, চাল সাধারণ মানের ৫২ টাকায় কিক্রি হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, বাজারে প্রত্যেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শুধু বাড়ছে। কিন্তু সে অনুসারে বাড়েনি আয়। বাজারে গেলেই মাথার চান্দি গরম হয়ে যায়।

নগরীর চকবাজারে বাজার করতে আসা একটি প্রাইভেট কোম্পানীর চতুর্থ শ্রেণির কর্মচারী আমজাদ হোসেন বলেন, বাজারে মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিন্মবিত্তরা এখন খুবই অসহায়। স্থানীয় প্রশাসন বলছে, মূল্যবৃদ্ধি শুধু চট্টগ্রামে নয় সারাদেশে বেড়েছে। কোন অসাধু ব্যবসায়ী যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।

রিয়াজুদ্দিন বাজারের কাঁচা বাজারে আসা গৃহিনী নাবিলা আহমদ বললেন, বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কোন উদ্যোগ নেই। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দূর্বিসহ হয়ে উঠছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.