হেফাজতে ভাঙ্গনের সানাই

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ আবারও দেশে ও প্রবাসে হেফাজত নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গত ১৫ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় সংগঠনটি গঠিত কমিটি নিয়ে শুরু হয়েছে নানা টানাপোড়ন।

সাম্প্রতিক পরিস্থিতি ও হেফাজতের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফিপুত্র আনাস মাদানীর অনুসারী ও সদ্য ঘোষিত কমিটির  আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী অনুসারীদের মধ্যে সমঝোতা না হলে অচিরেই ভাঙ্গবে সংগঠনটি। এমনটি বলছেন সংশ্লিস্টরা। এতে পদবঞ্চিত অনুসারীরা ফের গঠন করবেন নতুন পাল্টা কমিটি।

এক্ষেত্রে হেফাজত ভাঙ্গনের দায় দায়িত্ব কাউন্সিল আয়োজকদের ঘাড়ে পড়বে বলে মনে করছেন হেফাজতের একাংশের নেতাকর্মীরা। চট্টগ্রামে হেফাজতের কমিটি গঠন নিয়ে সারাদেশে তোলপাড় হয়েছে। এখনও চলছে বাদানুবাদ। অভিযোগ ও পাল্টা অভিযোগ। হেফাজতের মধ্যে বিভেদ ও অনৈক্য এখন প্রকাশ্য রূপ নেওয়াতে হেফাজত অনুসারীরা পড়েছেন বিপাকে।

পদ-বঞ্চিত আনাস অনুসারীরা ফের গঠন করবেন হেফাজতের নতুন পাল্টা কমিটি। যদিও এ নিয়ে এখন পর্যন্ত তাদের কোন কর্মসূচীর ঘোষণা আসেনি। হেফাজতের ভাঙ্গনের সানাই এখন সারাদেশে, সকলের মুখে মুখে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.