সাতকানিয়ার রাজনীতি সাতপাকে ঘুরছে

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ চট্টগ্রামের সাতকানিয়া দীর্ঘদিন যাবত জামায়াতের দূর্গ হিসেবে পরিচিত। আওয়ামী লীগের টানা তিনবারের ক্ষমতায় থাকার সুবাদে আওয়ামী লীগের অবস্থান এখন ভাল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং-কোন্দল রয়েছে। প্রত্যেক নেতা নিজস্ব বলয় তৈরী করে পছন্দের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহন করছেন।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ জোবায়ের, এডভোকেট জহির উদ্দিন, গোলাম ফারুক ডলার, শরিফুল ইসলাম। সাতকানিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরা ৪ জন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল আলম ও নবাব মিয়া। সাতকানিয়া রাজনীতিতে জামায়াতের প্রভাব থাকায় বিএনপি বর্তমানে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।

প্রতিপক্ষের মামলা মাথায় নিয়ে অনেকে এলাকাছাড়া হলেও জামাত মাঠ ছেড়ে যায়নি। তাদের তৎপরতা কৌশলে নানা পথে তৎপর রয়েছে। আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও পৌরসভা ভোটে জামাত ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বেল অনেকে মনে করেন।

স্থানীয়দের মতে, সাতকানিয়াতে রাজনীতি সাতপাকে বাঁধা। অনেকে আছেন দলের নেতা তবে ‘‘মুখে শেখ ফরিদ-বগল মে ইট” পদ্ধতিতে রাজনীতির ধারাপাত মুখস্ত রাখেন। জামাতের রাজনীতির আগ্রাসন বন্ধে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির বিষয়টি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা যায়। তবে এই সফলতা ধরে রাখতে হলে বিভেদকে বর্জন করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.