লোহাগাড়ায় লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

0

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৭টায় উপজেলার বড়হাতিয়া চাকফিরানি গ্রামের পশ্চিম পাশে এ বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটে।

বন্য প্রাণী চুনতি অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মন্জরুল আলম বলেন, বন্য হাতি নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসে নিহত হাতির সুরতহাল শেষ করে ঘটনাস্থলে মাটি চাপা দেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমডি জোনাঈদ চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম।’ তবে হাতি কি কারণে মারা গেছে সে ব্যাপারে অবগত নন বলেও জানান তিনি।

বড়হাতিয়া বন বিট কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বড়হাতিয়া বন বিটের আওতাধীন সব জায়গা এখন প্রভাবশালিরা দখল করে রেখেছে। যার ফলে বন জঙ্গল উজাড় হয়ে গেছে। খাদ্যের অভাবে প্রতিনিয়ত বন্য প্রাণীরা লোকালয়ে হানা দিচ্ছে। শিকারীরা ফাঁদ পেতে বন্য প্রাণী শিকার করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.