মুরাদপুরে নালা উপর মধুবনের কারখানা ভেঙ্গে দিয়েছে চসিক

0

সিটি নিউজঃ নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পিলখানা এলাকায় নালা দখল করে কারখানা তৈরী করেছিল মধুবন। তারা নালা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ ও নালার উপর লোহার স্লাব দিয়ে স্বাভাবিক পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।

চসিকের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সীমানা প্রাচীর অপসারণ করে নালার পানি চলাচলের পথ সুগম করে দেয়। অবৈধভাবে সীমানা প্রাচীর দিয়ে নালার জায়গা অবরুদ্ধ করার অপরাধে মালিকপক্ষ দোষ স্বীকার করে এবং মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার সকালে কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পাঁচলাইশ থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.