সিটি নিউজঃ এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের আলোচিত ছাত্র নেতা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক করোনাযোদ্ধা নুরুল আজিম রনি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নুরুল আজিম রনির করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে। নুরুল আজিম রনির ফেসবুক পেজে তার আশু রোগ মুক্তি জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
রবি গত কয়েক দিন ধরে জ্বরে ভোগায় এবং স্বাদ-গন্ধ না পাওয়ায় সোমবার (২৩ নভেম্বর) করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন তিনি। এরপরই ফলাফল আসে পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসাতেই অবস্থান করে চিকিৎসা করছেন।
রনি বলেন, স্বাদ গন্ধ না পাওয়ায় করোনা টেস্ট করতে নমুনা দিয়েছিলাম। জ্বরও আছে শরীরে। কাল প্রয়োজনীয় মেডিকেল টেস্টগুলোও করাবো। আপাতত বাসায় থেকে চিকিৎসা নেবো।
চট্টগ্রামে যখন করোনা আক্রান্তদের কেউ কেউ হাসপাতালে সিট না পেয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়ার মত মর্মান্তিক ঘটনা ঘটতে শুরু করে, ঠিক সে সময়ে ব্যক্তিগত উদ্যোগে আরও কয়েকজন উদ্যমী তরুণের সঙ্গে মিলে করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করে এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রনি ও তার সহযোদ্ধারা।