সংবাদপত্রের বেহাল দশায়-হকাররা ভিন্ন পেশায়

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ সংবাদপত্রের পাঠক চাহিদা এখন দিনদিন হ্রাস পাচ্ছে। রাজনীতির কোন রিপোর্ট বা অনুযসন্ধানী কোন চাঞ্চল্যকর প্রতিবেদন এখন অনুপস্থিত। পত্রিকা বিক্রি কমে যাচ্ছে। হকারেরা ভিন্ন পেশায় চলে যাচ্ছে।

সংবাদপত্র এজেন্টরা এখন পত্রিকা ব্যবসায় নেই। তাদের কর্মচারীরা এখন এজেন্সী চালাচ্ছেন। সংবাদপত্র এজেন্টরা তাদের অনেক কর্মচারীকে এজেন্সী বিক্রয় করেছেন।

ধীরে ধীরে তারাও ব্যবসা গুটিয়ে দেওয়ার চিন্তা করছেন। সংবাদপত্র শিল্প এখন হুমকির সম্মুখিন। করোনার কারনে দেশের ব্যবসা বাণিজ্যের ধ্বস নামার সাথে সংবাদপত্র শিল্পেও লালবাতি জ্বলছে।

অনেক সাংবাদিক করোনার অজুহাতে কর্মক্ষেত্র হারিয়েছেন। সংবাদপত্রের এই বেহালদশায় দিশেহারা শুধু সাংবাদিকরা নয়, সংবাদপত্র এজেন্ট ও হকারেরা পড়েছেন চরম দূর্ভোগে।

রাজনৈতিক অঙ্গন স্থবির থাকায় ও করোনার কারনে সংবাদপত্রের ভবিষ্যৎ এখন কোনদিকে যাবে সময় বলে দেবে। এক হকার বললেন, “পত্রিকা হালায় মইনকার চিপায় আছে”।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.